সম্মানিত হজ্জ যাত্রীদের সেবা দান
আব্দুস সালাম, সম্পাদক গাজীপুর জেলা রোভার
বাংলাদেশ স্কাউটস কতৃক প্রতিবছর সম্মানিত হজ্জ যাত্রীদের সেবাদান কার্যক্রম করে থাকে। সার্কুলার প্রকাশের পরে রোভার পল্লী ডিগ্রি কলেজের রোভার হিসেবে গাজীপুর জেলা তে মনোনীত হই এবং হাজ্জ ক্যাম্প এ অংশগ্রহণ এর সুযোগ পাই
সারা বাংলাদেশ থেকে আশা সম্মানিত হজ্জ যাত্রীদের সেবায় নিয়োজিত করা হয় শত শত রোভার ও গার্ল ইন রোভার স্কাউট।
রোভার স্কাউট মটো হচ্ছে সেবা।
তাদের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করি।
স্কাউটিং একজন মানুষকে দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে সেবা দান ও সচেতন করতে এভাবে কাজ করে থাকে।
এখান থেকে আমরা শিখেছি কিভাবে একজন মানুষকে সেবা করা যায়। দায়িত্ব পালন, বাস্তব দক্ষতা বৃদ্ধি । কিভাবে মানব সেবার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে হয় এই হজ্জ ক্যাম্প তার ই উদাহারন।