স্কাউটিং সফলতা
Bangladesh

স্কাউটিং সফলতা

মানব সেবায় রোভারিং ফেইসবুক পেইজ কর্তৃক বিশেষ আয়োজন "স্কাউটিং সফলতা" উক্ত লাইভ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন, বাংলাদেশ স্কাউটস এর তিনজন Top Achiever. ০১. মাইনুল হোসেন মুন্না। সাবেক সিনিয়র রোভার মেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ প্রেসিডেন্ট'স রোভার স্কাউট -২০১৮ বর্তমান: সহকারী ইউনিট লিডার ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল স্কাউটস গ্রুপ সদস্য, মিডিয়া টিম, বাংলাদেশ স্কাউটস ০২. সামিয়া মাকসুদ সাবা শহীদ আসাদ কলেজিয়েট গার্ল-ইন- স্কাউট গ্রুপ, নরসিংদী প্রেসিডেন্ট'স স্কাউট -২০১৮ ০৩. ফারহান তাসিন ফারদিন আমরা স্কাউট গ্রুপ , ঢাকা। শাপলা কাব আওয়ার্ড , ২০১২ এবং সঞ্চালনায় থাকছেন, সাদী সারোয়ার রোভার, ক্রিস্টাল ওপেন স্কাউটস সদস্য, মিডিয়া টীম, বাংলাদেশ স্কাউটস । শাপলা কাব, প্রেসিডেন্ট'স স্কাউট, প্রেসিডেন্ট'স রোভার স্কাউটদের স্কাউটিং সফলতা জানতে চোখ রাখুন "মানব সেবায় রোভারিং" ফেইসবুক পেইজে। লাইভ অনুষ্ঠানটি ২২/০৮/২০২০ ইং রোজ রবিবার রাত ০৯ঃ০০ মিনিটে উক্ত পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পোস্টার ডিজাইনার ঃরিদুয়ান আজিজ রোভার মেট কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
Number of participants
300
Service hours
600
Topics
Legacy BWF
SDGS

Share via

Share