স্কাউটিং এ কোভিড ১৯ এর প্রভাব
কোভিড ১৯ এর প্রভাবে করোনা মহামারীকালীন বিশ্বব্যাপী প্রায় সকল কার্যক্রমে স্থবিরতা চলছে। মহামারীটি এতোই সংক্রামক প্রকৃতির যে ইচ্ছা করলেই কেউ ব্যক্তিগত সুরক্ষা ছাড়া কারো সহযোগিতায় আসতে পারছেনা। আত্ম মানবতার সেবায় নিয়োজিত রোভারগণ যোগাযোগের ক্ষেত্রে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমতাবস্থায় বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের কার্যক্রমে গতিশীল করার জন্য জেলা কাউন্সিল অনলাইন সভায় যুক্ত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যে একটি হলো ভার্চ্যুয়াল অফিস চালু করা। গত কয়েকদিনে জেলার বিভিন্ন ইউনিটের গ্রুপ সভাপতি, RSL এবং রোভারবৃন্দ যুক্ত হয়ে আমাদের ভার্চ্যুয়াল অফিসকে কার্যকর করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজ ভোলা জেলা রোভারের অনলাইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।