
স্কাউট যুবকদের জন্য অনলাইন সেফটি প্রশিক্ষণ
আজ ১৫ মার্চ ২০২০ বাংলাদেশ স্কাউটস ইউনিসেফ এর ব্যাবস্থাপনায় আয়োজন করে যুবকদের জন্য অনলাইন সেফটি বিষয়ক কোর্স। এখানে ৩২ জন রোভার ও ৮ জন প্রোফেশনাল স্কাউটার অংশ গ্রহন করে। এই কোর্স এ আমাদের শিখানো হয় কিভাবে নিরাপদ থাকা যায় অনলাইন এ। সাইবার সিকিউরিটি ও যানানো হয়।