
স্কাউট তোমারা ভালো থেকো, দেশকে ভালো রেখো
গত ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের যমুনা নদীর হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হয় ৭ম জাতীয় কমডেকা ২০২৫ সেখানে সারা বাংলাদেশ মিলে প্রায় ৫০০০ রোভার এবং গার্ল ইন রোভার অংশগ্রহণ করে
উক্ত কমডেকাতে বিভিন্ন ধরনের সেবা ছিল যা রোভার করে থাকে।তার মধ্যে সেবা ৬ এ ছিল স্বাস্থ্য সম্মত টয়লেটে স্থাপন এই প্রকল্পের জন্য আমরা সিরাজগঞ্জের রাণীগঞ্জে এক বৃদ্ধার বাড়িতে যাই যেখানে কোন স্বাস্থ্যসম্মত ল্যাকটিন ছিল না। আমরা সকলে মিলে তার বাড়িতে একটি ল্যাকটিন তৈরি করে দিই।
বিষয়টি তিনি কোন ভাবেই কল্পনা করতে পারছিলেন না। তিনি কখনো কল্পনাও করতে পারে নি তাকে আর অসম্মানজনক উপায়ে প্রাকৃতিক কাজ করতে হবে না। খুশি আর আবেগে তার চোখের জল বাঁধ মানে নি। তিনি আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, রোভাররা তোমরা ভালো থেকো,দেশকে ভালো রেখো