স্কাউট দিবসে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি
প্রফেসর. এম এ বারী
সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল
প্রতেকে মোরা পরের তরে, এই থীম কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা রোভার কতৃক আয়োজিত ৯ ই এপ্রিল ২০২২ এ সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মাস্ক বিতরণ, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় । আপনি আমি সচেতন কিন্তু আপনার আমার পাশে যে ব্যাক্তি বা পরিবার রয়েছে তারা কতটুকু সচেতন বা নিরাপদ সেই বিষয়ে কি জানা হয়েছে কখনো। তাই সকল কে সচেতন করে একটি সুন্দর সমাজ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই প্রতেকে মোরা পরের তরে হয়ে সমাজে বিভিন্ন সচেতনতা বৃদ্ধি ও সেবা মুলক কাজ করি
মানুষ সামাজিক জীব। সমাজে বাস করে তাই সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ। তাই সকলকে সচেতন হতে হবে। একমাত্র আপনার আমার সচেতনতা ই পারে এই সমাজ দেশ কে ভালো রাখতে।
মাস্ক এর ব্যাবহার ও সচেতনতা বৃদ্ধি আমদের জীবনে কি কি প্রভাব ফেলে সেই সম্পর্কে জানতে পারি