স্কাউট বিচ ক্যাম্প -বিচ ক্লিনিং এক্টিভিটি, ২০১৯
তৃতীয় স্কাউট বিচ ক্যাম্প এর চালেঞ্জ ও স্পেশাল ইভেন্ট হিসেবে ১৮ এপ্রিল ২০১৯ বিচ ক্লিনিং এক্টিভিটি প্রদান করা হয়েছিলো অংশগ্রহণকারী সকল রোভারকে। সেখানে কক্সবাজার বিচ এর একটা নির্দিষ্ট এরিয়া ক্লিনিং করার টাস্ক প্রদান করা হয়েছিলো ও অন্যকে সকল পর্যটকদের এ ব্যাপারে সচেতেনতা তৈরীর কর্মসূচি গ্রহন করা হয়েছিল। আর এতে সকল রোভার খুব সফলভাবে এই টাস্ক অথবা ইভেন্ট সম্পন্ন করেছিলো।