শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। আমি একটি প্রকল্পের পরিকল্পনা এই দরিদ্র মানুষদের গরম কাপড়, কম্বল এবং সোয়েটার সরবরাহ করব। সেখানে প্রায় শতাধিক বয়স্ক লোক ছিল যাদের আয় নেই এবং শিশু ছিল। জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপের নিজ অর্থায়নে এই প্রকল্পটি পরিচালনা করা হয়।
আমার এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সহায়তা করেছে আমার দলের সকল স্কাউট,রোভার ও ইউনিক লিডার।তাদের সহযোগিতার মাধ্যমে বাইক সাইকেল ভ্যান গাড়ি ও পায়ে হেঁটে হতদরিদ্র ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি।এই প্রকল্পটি আমরা রাতের আঁধারে বাস্তবায়ন করেছি এতে করে কেউ যেন সংকোচ বোধ না করে।
আমি এই প্রকল্পটি থেকে শিখতে পেরেছি কিভাবে নেতৃত্ব দিতে হয় । কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়। কিভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে হয় ।আশা করি পরবর্তী প্রকল্পগুলো আরো সুন্দর ও পরিপাটি ভাবে পরিচালনা করতে পারব ।