Profile picture for user nazmus sakib
Bangladesh

শীতার্তদের সেবায়, আমরা রোভার

শীত অসহায় দুস্থ মানুষদের জন্য অভিশাপ স্বরুপ। একেকটি শীতের রাত তাদের জন্যে যেন অনেক কষ্টের। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই আমরা উদ্যোগ নেই শীতবস্ত্র বিতরণের। যাতে অসহায় মানুষগুলো এই শীতের রাতগুলো একটু স্বস্তিতে অতিবাহিত করতে পারে।
আমি ও আমার দলের রোভারেরা মানব সেবায় সর্বদা সোচ্চার। আমরা এই তীব্র শীত থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেই। আমাদের শিক্ষকও আমাদের এই উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়ান। সঠিক মানুষদের সেবা প্রদানের জন্যে, আমরা আমাদের প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, রাত্রী ১২.৩০ মিনিটে। ফুটপাত, রাস্তের পাশে অনেক অসহায়কে খুজে পাই, যারা কনকনে শীতে কাবু হয়ে গেছে। তাদের কে আমরা কম্বল বিতরণ করি। আমরা ঐদিন প্রায় রাত্রী ৩.৩০ মিনিট পর্যন্ত কম্বলগুলো অসহায় মানুষদের কাছে পৌছে দেই।
মানুষের সেবায় নিয়জিতদের কখনোই থমকে যেতে হয়না, তাদের সাহায্য করেন স্বয়ং সৃষ্টিকর্তা। তাই আমাদের সর্বদা মহৎ ও সৎ উদ্দেশ্য নিয়েই সকল কাজের উদ্যোগ গ্রহণ করা উচিত।
Started Ended
Number of participants
10
Service hours
8
Beneficiaries
30
Location
Bangladesh
Topics
Civic engagement
Youth Engagement
Better Choice

Share via

Share