
শীতার্তদের প্রতি উষ্ণ ভালোবাসা
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের থাকার জন্য ঘর নেই, পরিধান করার জন্য কাপড় নেই।এই মানুষগুলো যখন যেখানে থাকে সেখানেই রাত পার করে। গরমকালে কষ্ট করে রাত পার করে দেয়, কিন্তু শিতকালে তাদের কষ্ট অনেক ফেরে যায়। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করার ছোট্ট একটু প্রয়াস।