
শিশুদের টিকা প্রদান এবং মাদেরকে উৎসাহিত করা ।
শিশুদের পোলিও টিকা এবং মেয়েদের টিটি টিকা গ্রহণ করা অতি প্রয়োজনীয় । এর মাধ্যমে অনেক রোগ থেকে শিশু এবং মেয়েদেরকে সুরক্ষিত রাখা সম্ভব । তাদের টিকা প্রদান করার উৎসাহ এবং সুরক্ষা প্রদান করার উৎসাহ থেকে আমার এই টিকা প্রদান কার্যক্রম অংশগ্রহণ করা ।
ঢাকার শেরে বাংলা শিশু হাসপাতালে শিশুদের টিকাদান এবং মাদের এই বিষয়ে উৎসাহিত করা , মেয়েদের টিটি টিকা গ্রহণ উৎসাহিত করার কার্যক্রম করা হয়। এইখানে আমাদের দলের গার্ল ইন স্কাউটরা মেয়েদের টিটি টিকা বিষয়ে উৎসাহিত করে এবং এর জরুরি দিকগুলো বুঝায় । আমরা ছেলে স্কাউটরা শিশুদের পোলিও টিকা নিতে সাহায্য করি এবং মায়েদের এর জরুরি দিকগুলো নিয়ে ধারণা দেই । আমাদের এই কর্মসূচি কারণে ২৫০ জন এর মতো মানুষ উপকৃত হয়েছে । অনেকে টিকা গ্রহণও করেছে।
আমরা এইরকম কর্মসূচী মাধ্যমে অনেককেই সুরক্ষিত রাখতে পারব । আমাদের স্কাউট এর এইরকম সহায়তায় মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারবে । আমরা যদি কিছু নির্দিষ্ট জায়গায় এমন কার্যক্রম করি তাহলে ২৫০ জন এর মতো আরও অনেক মানুষ সুরক্ষিত হবে ।
দেশের সংকটময় মুহূর্তে স্কাউটরা তাদের নিজ জায়গা থেকে এগিয়ে এসে মানবসেবা করে,সংকট মোকাবিলা করতে সহায়তা করতে পারে। তাছাড়া অনেক নিরীক্ষিত মানুষ কে এই বিষয়ে ধারণা দেওয়া বিষয়টা শিখার ছিলো ।