Profile picture for user this.is.asraful
Bangladesh

শিশু টিকাদান কর্মসূচি

বাংলাদেশের প্রায় অধিকাংশ শিশু ভিটামিন-এ এর অভাবে চোখের সমস্যায় ভুগে,তাদের Immune system দুর্বল থাকে।ফলে তারা সহজেই নানা রোগে আক্রান্ত হয়ে যায়।তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের নানা সময় বিনামূল্যে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন করে।তাই আমিও এই মহৎ কাজে অংশগ্রহণ করি।

'সূর্যের হাসি ক্লিনিক ' নামক স্বাস্থ্য সেবা কেন্দ্র এ পৌছাই এবং ৮:৩০ টা থেকে ক্যাম্পেইন শুরু হয়। আমরা মোট ৫ জন রোভার এই কয়দিনে সেবা প্রদাণ করে থাকি সেই সাথে আমাদের কাজ চলমান রয়েছে ।

আমাদের এই ক্যাম্পেইন এর মাধ্যমে অনেক জনের মতো মানুষ উপকৃত হয়েছেন বলে আমাদের বিশ্বাস সেই সাথে আমরা টিকা সম্পর্কে মানুষকে সচেতন করতে পেরেছি ।
ছোট ছোট বাচ্চাদের জন্য কাজ করতে পারা খুবই আনন্দের। এই প্রজেক্ট এর জন্য অনেক দরিদ্র পরিবারের শিশুরাও বিনামূল্যে ভিটামিন-এ প্লাস পায়। এতে সবার জন্য সমান স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এরকম আরো প্রজেক্ট করবো।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
30
Location
Bangladesh
Topics
Health lifestyles
Personal safety

Share via

Share