সিলেট জেলা রোভারের আয়োজনে প্রতিভা অন্বেষণ ২০২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২০) বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মবশ্বীর আলী সম্পাদক, সিলেট জেলা রোভার স্কাউটস । প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্হিত ছিলেন ড. মোস্তফা শাহ জামান চৌধুরি বাহার কমিশনার, সিলেট জেলা রোভার স্কাউটস। আরও উপস্হিত ছিলেন আর এস এল জনাব গালিব রহমান, সিলেট মুক্ত রোভার স্কাউটস গ্রুপ। রোভার হাফিজুর রহমান রাহাদ বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট বিভাগ। রোভার রাহিম উদ্দিন রাহি, সিনিয়র রোভার মেট প্রতিনিধি সিলেট জেলা রোভার স্কাউটস । গার্ল-ইন রোভার ফাইজা জান্নাত জামালী, গার্ল- ইন সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট জেলা রোভার স্কাউটস সহ বিভিন্ন ইউনিটের সিনিয়র রোভার মেট ও গার্ল ইন সিনিয়র রোভার মেট। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা রোভারের যুগ্ম -সম্পাদক জনাব তুফায়েল আহমদ তুহিন ।
উক্ত অনুষ্ঠানে সিলেট জেলার এর আওতাধীন বিভিন্ন কলেজের রোভার স্কাউটস ইউনিট থেকে মোট ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করেন রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা।