Profile picture for user Mahi_1
Bangladesh

শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান

শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন সম্পর্কে সচেতন করা ও তাদের ভ্যাক্সিন নেওয়া অতি প্রয়োজনীয়।এর মাধ্যমে করোনা থেকে তাদের এবং অন্যদের সুরিক্ষিত রাখা সম্ভব । তাদের ভ্যাক্সিন এর মাধ্যমে সুরক্ষা প্রদান করার ইচ্ছা থেকে আমাদের তাদের ভ্যাক্সিন কার্যক্রমে অংশগ্রহণ করা।
ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকার কর্তিক শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচি নেওয়া হয়। এতে উক্ত এলাকার শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ভ্যাক্সিন নিয়ে তাদের নিজেদের এবং অন্যকেও সুরক্ষিত রাখতে পারে। আমারা তাদের সুশৃঙ্খল ভাবে ভ্যাক্সিন প্রদান,প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে তা অনলাইনে ইনপুট দেওয়া সরকারি সার্ভারে, এসব কাজ করে তাদের সার্বিক সহায়তা প্রদান করি।প্রতিদিন ৮০০ ছেলে-মেয়ে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তারা ভ্যাক্সিন গ্রহন করতে পারে আমাদের সহায়তায়।
আমারা তাদের সুশৃঙ্খল ভাবে ভ্যাক্সিন প্রদান,প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে তা অনলাইনে ইনপুট দেওয়া সরকারি সার্ভারে, এসব কাজ করে তাদের সার্বিক সহায়তা প্রদান করি।প্রতিদিন ৮০০ ছেলে-মেয়ে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তারা ভ্যাক্সিন গ্রহন করতে পারে আমাদের সহায়তায়।
দেশের সংকটময় মুহূর্তে স্কাউটরা তাদের নিজ জায়গা থেকে এগিয়ে এসে মানবসেবা করে,সংকট মোকাবিলা করতে সহায়তা করতে পারে। তাছাড়া আমাদের অনেক প্রতিবন্ধীদের জরুরী সেবা দেওয়ার বিষয়টা এখানে শিখার ছিল।
Number of participants
20
Service hours
120
Beneficiaries
800
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Humanitarian action
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share