শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ বৃক্ষরোপণ কর্মসূচী

গাছপালা পৃথিবীতে থাকলেই পরিবেশ রক্ষা সম্ভব। তাই অশ্বত্থ ও বট বৃক্ষের সংরক্ষণের জন্য এবং মনুষ্য দ্বারা লাভ প্রাপ্তির জন্য কিছু বিধান রচনা করা হয়েছে। এগুলির মধ্যে দুটি হল পুজো ও পরিক্রমা।
বাংলাদেশ স্কাউটস এর রোভার ও স্কাউটের দেশব্যাপী ৫০ লাখ বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের স্থায়ী জায়গায় এবং আশপাশে এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে।
বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
40
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Good Governance
Healthy Planet
SDGS

Share via

Share