সেইফ দ্য কোরাল
২য় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প ২০২০ এ সেইফ দ্য কোরাল নামে একটি চ্যালেঞ্জ রাখা হয়। সেন্ট মার্টিন দ্বীপে বীচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও কোরাল দ্বীপ দূষণ মুক্ত রাখার জন্য রোভার, স্কাউটরা দেশি ও বিদেশি পর্যটকদের আহবান করে এবং দ্বীপ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে।