সেবা মুক্ত স্কাউট গ্রুপের বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০
সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ এর আয়োজনে ২২ আগষ্ট ২০২০ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় স্কাউট গার্ডেন ( ক্রস বার-৩) মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস্ এর সাথে একাত্বতা প্রকাশ করে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০ পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচি তে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম বাদশা, প্রাক্তন পরিচালক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, ও রোভার লিডার, রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ রাজশাহী। আরো উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর ও সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ এর উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ( উডব্যাজার) , সিরাজগঞ্জ এর মাননীয় জেলা জজ জনাব ফজলে খোদা নাজির (উডব্যাজার) পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ রফিকুল ইসলাম (পি আর এস). বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (পাবনা সিরজগঞ্জ) জনাব রাজিব আহমেদ। সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত সভাপতি জনাব এম এম কামরুল হাসান ( পি আর এস), সহ সভাপতি যমুনা টেলিভিশন এর স্টাফ রিপোর্টার জনাব গোলাম মোস্তফা রুবেল, রোভার স্কাউট লিডার জনাব মোঃ আসলাম হোসেন , স্কাউট লিডার মো: ইমন আলী মন্ডল ( উডব্যাজার) সহ স্কাউট, রোভার স্কাউট ও অন্যান্য অতিথি বৃন্দ।