Profile picture for user mdalam_1
Bangladesh

সবুজ সাভার - এক লক্ষ বৃক্ষ রোপণ ওবিতরণ কর্মসূচী

প্রকল্পের মূল উদ্দেশ্য: ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে, সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ: ১. পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ২. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা। ৩. জনসচেতনতা বৃদ্ধি করে জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত কর গাছের ধরন ও সংখ্যা: ফলজ গাছ ৪০,০০০ টি,বনজ গাছ ৪০,০০০ টি, ঔষধি গাছ ২০,০০০ টি মোট ১,০০,০০০ কর্মসূচির ধাপসমূহ: ১. প্রস্তুতি পর্যায়: চারা সংগ্রহ, বাছাই ও পরিবহন ব্যবস্থা।স্কাউট সদস্যদের দায়িত্ব বণ্টন ও প্রশিক্ষণ। ২. বিতরণ পর্যায় (১২ জুলাই ২০২৫): সকাল ৯:০০ টায় উদ্বোধন অনুষ্টান
এই “সবুজ সাভার” প্রকল্পের মাধ্যমে সাভার উপজেলায় একটি পরিবেশবান্ধব, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গঠনের ভিত্তি স্থাপন করা সম্ভব হবে। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ অঙ্গীকার।
Started Ended
Number of participants
199
Service hours
2388
Beneficiaries
100000
Location
Bangladesh
Topics
Clean Energy
Diversity and inclusion
Healthy Planet

Share via

Share