Profile picture for user adar
Bangladesh

শব্দদোষন রুখতে লিফলেট বিতরণ

ঢাকায় শব্দ দূষন এর জন্য জনজীবনে যে দুর্ভগ নামে তার প্রতিকার হিসেবে এই কাজ৷ এটি বাংলাদেশ সরকার দ্বারা অনুপ্রানিত।
আমি সহ আমার দলের ১৮ জন রোভার এবং স্কাউট সদস্য ঢাকার বাসাবো এলাকায় ট্রাফিক সিগন্যালে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করি শব্দ দূষন এর বিরুদ্ধে। আমরা অযথা গাড়ির হর্ন বাজানো, উচ্চ শব্দে মাইকিং ইত্যাদি করা থেকে নিরুৎসাহিত করি পথচারীদের।
এই প্রকল্পে ৫০০ লোক এর বেশি উপকৃত হয়েছে। অনেক লোক আমাদের কাজের প্রসংশা করেছে। তারা নিজেরা শব্দ দূষন এর ক্ষতিকর প্রভাব বুঝতে পেরেছেন।অনেকেই এই বিরুদ্ধে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেছেন।
শব্দ দূষন আমাদের জন্য কতটা হুমকি স্বরূপ এবং ভয়াবহ তা জানতে পেরেছি। লিফলেট বিতরণ করে মানুষদের কিভাবে শব্দ দূষন থেকে বিরত রাখা যায় এবং আর কি কি উপায়ে তার প্রতিকার করা যায় তা জানতে পেরেছি।
Number of participants
1
Service hours
4
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Clean Energy
Health lifestyles
Healthy Planet

Share via

Share