Profile picture for user riya@umme013
Bangladesh

স্বাস্থ্য সচেতনতা

বিশ্ব ব্যাপী স্বাস্থ্য সচেতনতা তৈরী করা । সঠিক পদ্ধতি অবলম্বন করে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে  জনসচেতনতা তৈরী করার উদ্দেশ্যে আমরা শিশুদের নিয়ে এই কর্যক্রম করি। প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যত হয়ে উঠবে। তাদের স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকলেই এগিয়ে যাবে দেশ।
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা করি।এবং হাত ধোঁয়ার সকল নিয়ম গুলো তাদের  শেখাই।  প্রথমে পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ সাবান হাতে ঘষে নিতে হবে। তারপর অন্তত ২০ সেকেন্ড ধরে হাত সব পাশে ঘষে নিতে হবে। হাতে কোনো আংটি বা অন্যান্য গয়না থাকলে তার ওপর-নিচ ভালো করে ঘষে নিতে হবে। দুই হাত একে অপরের সঙ্গে ভালো করে ঘষতে হবে এবং এরপর পরিষ্কার বিশুদ্ধ পানিতে হাত ধুয়ে নিতে হবে। হাত ধোয়া শেষ হলে তা শুকনা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
এই কার্যক্রম এর মাধ্যমে আমরা তাদের স্বাস্থ্য সচেতনতা ও হাত ধোঁয়ার উপকারিতা শিখাতে সক্ষম হয়েছি। তাদের নিজেদের স্বাস্থ্য এর প্রতি যত্ন নেওয়ার জন্য উদ্ধুদ্ধ করেছি। নিয়মিত হাত ধোঁয়ার মাধ্যমে বিভিন্ন রোগ ও জীবাণু এর আক্রমন থেকে রক্ষা পাওয়া যায় এটা আমরা তাদের বোঝাই এবং হাত ধোঁয়ার সকল নিয়ম শেখায়। আমরা সেখানে তাদের হাত ধুয়ে দেখিয়ে দেই।
Number of participants
30
Service hours
2
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Personal safety

Share via

Share