Profile picture for user wmdsolaiman@gmail.com
Bangladesh

স্বাস্থ্য ই সকল সুখের মূল।

স্বাস্থ্য ই সকল সুখের মূল। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভুলের কারণে সহজে অসুস্থ হয়ে পড়ে যার ফলে তাদের অনেক ভোগান্তিতে পরতে হয়। এই ভোগান্তি দূর করার জন্যই ছোট ছোট বাচ্চাদের হাত ধোয়া থেকে শুরু করে পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্ব তুলে ধরা হয়েছিল। ছোট বাচ্চাদের ,পুষ্টিকর খাবারের ধারণা দেওয়া এবং হাত ধোয়ার উপকারিতা, প্রয়োজনে স্যালাইন বাড়ানোর বানানোর নিয়ম শেখানো ই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
আমার উক্ত প্রকল্পটি একটি স্কুলের প্রায় ৫০ টি ছোট ছোট বাচ্চাকে নিয়ে করা হয়েছিল। সর্বপ্রথম তাদের হাত ধোয়ার উপকারিতা এবং কখন কখন হাত ধরতে হবে সেটি শিখানো হয়। দ্বিতীয়ত পুষ্টিকর খাদ্য সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয় যেন তারা সকলে পুষ্টিকর খাবার খায় এবং সুস্থ সবল থাকে। তৃতীয়ত তাদের যদি কখনো রাত্রে স্যালাইনের প্রয়োজন হয় এবং বাসায় সেটি না থাকে তখন সাময়িকভাবে বাঁচাতে বানানোর নিয়ম শেখানো হয়। চতুর্থতা তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সামান্যতম ধারণা দেওয়া হয়
উক্ত প্রকল্পটিতে ছোট ছোট বাচ্চা সহ অনেক অভিভাবক উপস্থিত ছিলেন , অনেক কিছু বিষয় সম্পর্কে অভিভাবকগণ জানতেন না , তারা সেগুলো জেনেছেন এবং উপকৃত হয়েছেন। যেমন তারা জেনেছে ঘরোয়া উপায়ে কিভাবে স্যালাইন বানাতে হয়। এছাড়াও তারা জেনেছেন সাময়িক দুর্ঘটনায় কবলিত হলে কিভাবে একজন দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং তাকে অতি দ্রুত কোন হাসপাতালে ভর্তি করতে হয়।
উক্ত প্রকল্প বাস্তবায়নে মাধ্যমে আমি বুঝতে পারলাম অনেকজন সামান্য বিষয় গুলো সম্পর্কে অবগত নয় , তারা উক্ত বিষয়গুলো জেনে অনেক খুশি হয়েছেন এবং আমিও তাদের উক্ত বিষয়গুলো জানাতে পেরে আনন্দিত। আমি সামনে এরকম আরো ভালো কাজ করতে চাই, এবং তাদের আরো গভীরভাবে বিষয়গুলো জানাতে চাই ,এবং আমরা যদি উক্ত বিষয়গুলো সম্পর্কে সকলকে অবগত করতে পারি, তাহলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
Started Ended
Number of participants
5
Service hours
120
Beneficiaries
50
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Clean Energy
Initiatives
Environment and Sustainability

Share via

Share