স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও হাত ধোঁয়া শেখানোর পদ্ধতি
বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী করা । সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে আমরা এই প্রজেক্ট শিশুদের নিয়ে করি।কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকলেই এগিয়ে যাবে দেশ।
স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা করি।এবং হাত ধোঁয়ার সকল প্রসেস শিখিয়ে দেই তাদের। প্রথমে পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিতে হবে। তারপর হাতের পিঠ, তালু ও আঙুলে পরিমাণমতো সাবান ঘষে নিতে হবে। তারপর অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষে নিতে হবে। হাতে কোনো আংটি বা অন্যান্য গয়না থাকলে তার ওপর-নিচ ভালো করে ঘষে নিতে হবে। দুই হাত একে অপরের সঙ্গে ভালো করে ঘষতে হবে এবং এরপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে নিতে হবে। হাত ধোয়া শেষ হলে তা শুকনা কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় সচেতন ও হাত ধোঁয়ার উপকারিতা শিখাতে সক্ষম হয়েছি।তাদের নিজেদের স্বাস্থ্য এর প্রতি যত্ন নেওয়ার জন্য উদ্ধুদ্ধ করেছি।নিয়মিত হাত ধোঁয়ার মাধ্যমে বিভিন্ন রোগ ও জীবাণু এর আক্রমন থেকে রক্ষা পাওয়া যায় এটা আমরা তাদের বোঝাই।এবং হাত ধোঁয়ার সকল প্রসেস আমরা সেখানে তাদের হাত ধুয়ে দেখিয়ে দেই।