"সবার জন্য ঈদ ২০২০"

"সবার জন্য ঈদ ২০২০"

"সবার জন্য ঈদ ২০২০" নামে সব শ্রেণীর মানুষের কথা উল্লেখ হলেও ২ মাস দেশ অচল হয়ে আছে, যার ফলে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবার গুলো আর্থিক স্বচ্ছলতা হারিয়েছে, তাই অনেকের ঈদের জন্য আলাদা কিছু করার সুযোগ হচ্ছেনা। "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" ২০১৭ সাল থেকেই অস্বচ্ছল পরিবারের ঈদ আয়োজনে খাদ্যদ্রব্য উপহার দিয়ে আসছে। এ বছরে পরিস্থিতি এবং চাহিদা অনুযায়ী বিগত দিনের আয়োজন করা যাচ্ছিলো না কিন্তু ঐ সব পরিবার ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে (ওরা তো পরিস্থিতি বুজবে না) মেহেদি,চকলেট, সেমাই,দুধ, চিনি, নুডলস ইত্যাদি দেয়া হয়েছে। অন্তত ঈদের দিনটা যার যায় স্থানে থেকে পরিবারের সাথে ঈদের অানন্দ ভাগাভাগি করে নিতে পারে সেই প্রচেষ্টায়। তাছাড়া কিছু খাদ্যদ্রব্যও সাথে দেয়া হয়েছে। ধন্যবাদ আমরা স্কাউট পরিবার, ধন্যবাদ আয়োজনের পেছোনে যে যেভাবেই ছিলেন সকলকেই। এ পরিবারের অংশ হওয়ায় নিজেকে গর্বীত মনে করছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। এবার কাউকে দাওয়াত দিচ্ছি না বাড়িতে থাকুন নিরাপদে থাকুন।
Started Ended
Number of participants
25
Service hours
54900
Topics
Personal safety
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Legacy BWF

Share via

Share