Profile picture for user hasanjihadjihad
Bangladesh

শান্তি,ন্যায়পরায়ণতা ও সমতা প্রতিষ্ঠায় অংশগ্রহণ

বিশ্বভাতৃত্ব প্রতিষ্ঠায় অসমতা ও অন্যায় চরম বাধা। তাই সর্বপ্রথম মানুষকে ন্যায়পরায়ণ হতে হবে।
উক্ত কার্যক্রম পূর্ববর্তী কার্যক্রমের মতোই।অসমতা ও অন্যায় রোধে জ্ঞান ও শিক্ষার বিকল্প নেই তাই আমি ও আমার দলের মোট ১০ জন সদস্য কয়েকটি প্রত্যন্ত গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজন করে শিক্ষার্থী ও এলাকার নিত্রিবৃন্ধের সাথে উক্ত বিষয়ে আলোচনা।সেই সাথে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের সাথে ন্যায়পরায়ণ ও আদর্শ সমাজ গঠনে ভুমিকা রাখবে বলে অঙ্গীকার করেছে।উক্ত কার্যক্রমে আমাদের সহায়তা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস এর কর্মকর্তাবৃন্দ।
যেহেতু আমাদের প্রকল্পটি সমাজ ভিত্তিক তাই ঠিক কতজন মানুষ এতে উপকৃত হয়েছে তা বলা কঠিন।কিন্তু মানুষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে বলা যায়,প্রায় অর্ধ সহস্র এলাকাবাসী এতে উপকৃত হয়েছে।
এবারের প্রকল্পে আমরা সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করেছি, আমাদের শিক্ষিত সমাজও এখনও কিছু বিষয়ে সচেতন নয়। তার মধ্যে একটি হলো অসমতা।তাই অসমতা ও অন্যায় রোধে শিক্ষিতদের আরও জোর দিতে হবে।
Started Ended
Number of participants
1
Service hours
6
Beneficiaries
550
Location
Bangladesh
Topics
Inner peace and spirituality
Partnerships
Peacebuilding

Share via

Share