সাইকেলযোগে ৫০০ কি.মি পরিভ্রমণ
"সকলেই 'মাস্ক' পরি,
'করোনা'- কে জয় করি"
- এই স্লোগান নিয়ে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের সেবা স্তরের ৩ জন চৌকস রোভার "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনের লক্ষ্যে রোভার প্রোগ্রাম অনুযায়ী নির্ধারিত ছয়টি পারদর্শীতা ব্যাজের মধ্যে সবচেয়ে অন্যতম ও আকর্ষণীয় ব্যাজ 'পরিভ্রমণকারী' ব্যাজ অর্জনের লক্ষ্যে সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিবেন।
সরকার প্রদত্ত সকল স্বাস্থ্যবিধি মেনে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ-এর ৩ জন রোভার বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে বাবিবা ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার পর্যন্ত ৫০০ কিলোমিটার পথ সাইকেল যোগে পরিভ্রমণের উদ্দেশ্য গত ৩ জানুয়ারি, ২০২১ তারিখ রোজ রবিবার সকাল ৭ঃ৩০ ঘটিকায় যাত্রা আরম্ভ করেন। উক্ত পরিভ্রমণের উদ্ভোধন করেন সম্মানিত রোভার স্কাউট লিডার মোঃ মাসহুরুল হক রাজন।
পরিভ্রমণ কারী দলের রোভার সদস্য বৃন্দঃ
১. ইফতে খায়রুল ইসলাম - সিনিয়র রোভার মেট(দলনেতা)
২. মোঃ ফরিদুল ইসলাম - রোভার মেট (দিক নির্দেশক)
৩. শেখ মোঃ মেহেদী হাসান খসরু- রোভার সদস্য (পর্যবেক্ষক)
পরিভ্রমণে যাত্রাকালীন সময়ে রোভাররা করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান করতে অবহিত করবেন এবং কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করবেন। এছাড়াও ডেংগু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহারে সচেতন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জনসাধারণকে সচেতন করে থাকবেন।