সাইকেলযোগে ৫০০ কি.মি পরিভ্রমণ
★(০৪/০১/২০২১) পরিভ্রমণ কারী দলের দ্বিতীয় দিনের যাত্রাঃ
পরিভ্রমণকারী দলের সদস্যরা পরিভ্রমণের দ্বিতীয় দিনে আঞ্চলিক স্কাউট ট্রেনিং সেন্টার, লালমাই, কুমিল্লা থেকে যাত্রা আরম্ভ করে। যাত্রা পথে তারা জাঙ্গালিয়া, বীজরা, মুদাফরগঞ্জ, হাজিগঞ্জ বাজার ,বাকিলা, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ,বাগাদী সেতু,ধানুয়া বাজার, ফরিদগঞ্জ,রায়পুর, রাখালিয়া বাজার, দালাল বাজার হয়ে সার্কিট হাউস, লক্ষীপুর ২য় দিনের কার্যক্রম শেষ করেন। পরিভ্রমণের যাত্রাকালীন সময়ে রোভাররা বিভিন্ন সরকারি - বেসরকারি অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিভ্রমণের যাত্রা কালীন সময়ে রোভাররা করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান করতে অবহিত করে থাকে এবং কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেন। এছাড়াও ডেংগু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করে থাকেন।
পরিভ্রমণের যাত্রা পথে রোভার সদস্যদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন।
মোঃ রাসেল সরকার, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, চট্রগ্রাম বিভাগ। এয়ার রোভার ইফাজ আহমেদ। মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ, ফরিদগঞ্জ। মোঃ ইমাম হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, লক্ষীপুর জেলা রোভার ও নন্দন মুক্ত স্কাউট গ্রুপ, লক্ষীপুর। রাসেল ইকবাল এনডিসি স্যার।