সাইকেলযোগে ৫০০ কি.মি পরিভ্রমণ
★(০৭/০১/২০২১) পরিভ্রমণকারী দলের পঞ্চম শেষ দিনের যাত্রাঃ
পরিভ্রমণকারী দলের সদস্যরা পরিভ্রমণের পঞ্চম(শেষ) দিনে জেলা পরিষদ, ডাক বাংলো, লোহাগাড়া, চট্টগ্রাম থেকে যাত্রা আরম্ভ করেন। যাত্রা পথে তারা হাড়ভাঙ্গা, বারইতলী, চিড়িডাঙ্গা হাইওয়ে, চকরিয়া, মালুঘাট, ডুলহাজারা, খুটাখালি বাজার, ইসলামপুর, জোয়ারিনালা, রামু উপজেলা হয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার-এ পরিভ্রমণ এর যাত্রা শেষ করেন।
পরিভ্রমণের যাত্রাকালীন সময়ে রোভাররা বিভিন্ন সরকারি - বেসরকারি অফিস, গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে থাকে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিভ্রমণের যাত্রা কালীন সময়ে রোভাররা করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান করতে অবহিত করে থাকে এবং কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেন। এছাড়াও ডেংগু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করে থাকেন।
পরিভ্রমণের যাত্রা পথে রোভারদের সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে থাকেন
মোহাম্মদ আবদুল হামিদ, সম্পাদক, কক্সবাজার জেলা রোভার। রোভার মোঃ আরকান এবং বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা নৌ।