Profile picture for user jahid_hossain
Bangladesh

রোজাদারদের জন্য উদ্যোগ যারা ইফতার করতে পারে না

রাস্তায় কাজ করা মানুষের দুঃখ। তারা ইসলামের উপাসনা করত, সারাদিন না খেয়ে রোজা রাখত এবং সন্ধ্যায় রোজা ভাঙত, অর্থাৎ খাওয়ার সময় হয়ে গেলেও চাপে খেতে পারত না। তাদের অবস্থা দেখে আমাদের মানব মন ব্যথিত হয়। তাই আমি এবং আমার শহরের কয়েকজন স্কাউট বন্ধু মিলে খাবার বিতরণ করলাম।
আমার এই প্রকল্পটি ঢাকার নাজিরা বাজারে বাস্তবায়িত হয়েছে। এটি আমাদের নয়জন সদস্যের যৌথ উদ্যোগ এবং এই নয়জন স্কাউট সদস্যের সংশ্লিষ্ট গ্রুপ স্কাউট ফান্ড দ্বারা বাস্তবায়িত হয়েছিল।
আল্লাহর অসীম রহমতে, আমরা প্রকল্পে একই রকম প্রভাব ফেলেছিলাম। এতে সমাজের দরিদ্র মানুষ খুবই খুশি হয়। এই প্রকল্পের আওতায় প্রায় 30 জন উপকৃত হয়েছেন। আমাদের প্রকল্প দরিদ্র এবং দরিদ্রদের জন্য দাঁড়াতে সম্প্রদায় এবং জনগণকে অনুপ্রাণিত করবে।
এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আমি দরিদ্রদের কষ্ট না দিতে শিখেছি এবং গণপ্রচারের মাধ্যমে আমি এটি আরও ভাল করব।
Number of participants
9
Service hours
27
Beneficiaries
27
Location
Bangladesh
Topics
Growth
Youth Engagement
Healthy Planet
SDGS
Initiatives
Environment and Sustainability

Share via

Share