রোগজীবাণু বা ধুলোবালি,রোধ করতে মাস্ক এর বিকল্প নেই
করোনা ভাইরাস এখনোও নিঃশেষ হয়ে যায়নি!!!
করোনা ভাইরাসের এর টিকা প্রায় সকলকে বাধ্যতামূলকভাবে প্রদান করলেও আমাদের সকলের মাস্ক ব্যাবহারে সচেতন হতে হবে।মাস্ক কেবল রোগ জীবাণু নয়, বাইরের ধুলো-বালি থেকেও আমাদের রক্ষা করে।
কিন্তু করোনা টিকা নেয়ার পর থেকে অনেকের মধ্যে মাস্ক না পড়ার অনীহা কাজ করতে শুরু করে। যা স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।
রাজউক উত্তরা মডেল কলেজ স্কাউট গ্রুপের সদস্যদের একাংশ ১৬.০১.২০২৩ তারিখে রাজউক উত্তরা মডেল কলেজেরই প্রায় শত শিক্ষার্থীদের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার চেষ্টা করে এবং তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করে।
প্রথমে সবাইকে একত্র করা হয়।স্কাউটরা উপদলে ভাগ হয়ে দলে দলে শিক্ষার্থীদের মাস্ক পড়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে । কারো কোনো প্রশ্ন থাকলে তার জবাব দেয়া হয়। পরিশেষে তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।প্রায় ২৭ জন স্কাউট এতে অংশগ্রহণ করেন।
আমিও এ কাজে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করি।
শিক্ষার্থীরা নিজের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পেরেছে।তারা মাস্ক পড়ার উপকারিতা এবং প্রয়োজনীয়তা প্রায় ভুলই গেছিলো। তাদের কে পুনরায় এ বিষয়ে ধারণা দেয়া হয় যেন রাস্তায় চলাচলের সময় যেনো অন্তত মাস্ক ব্যবহার করে।
এবং তারা আশা দিয়েছে তারা পরবর্তী সময় মাস্ক ব্যবহার করবেন।
নিজের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারের বিকল্প নেই।
নিজেকে ধুলোবালি ও রোগ জীবাণু থেকে দূরে রাখতে বাসার বাইরে বের হলে মাস্ক ব্যবহার উত্তম।