‘রোভার স্কাউটের অঙ্গীকার, পরিবেশ রাখব পরিষ্কার’

ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ঢাকা কলেজে প্রতিষ্ঠানটির রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ‘রোভার স্কাউটসের অঙ্গিকার, পরিবেশ রাখব পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। চলতি বছরের মার্চের ১০ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রায় অর্ধশতাধিক রোভারদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে সচেতনতামূলক পথসভার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা কলেজে রোভার স্কাউট গ্রুপের গ্রুপ রোভার স্কাউট লিডার আনোয়ার মাহমুদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও এই কাজে অভ্যস্ত করার জন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।’ আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পথসভা শেষে রোভার স্কাউটরা কলেজের প্রশাসনিক ভবনের আশেপাশের ময়লা আবর্জনা এবং ঝোপ জঙ্গল এবং শিক্ষক কোয়ার্টারের সামনের আগাছা পরিষ্কার করে। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মোসাম্মৎ আয়েশা আক্তার, রোভার স্কাউট লিডার মামুনুর রশীদ, সিনিয়র রোভার মেট মো. রাজিব হোসেন, কেএম তারেক আজিজ সুমন, প্রশান্ত চৌহান, বেলাল হোসাইন পাটোয়ারী প্রমুখ। ধন্যবাদান্তে মোঃ রাকিবুল হাসান তামিম রোভার মেট, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ
Number of participants
30
Service hours
30
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF

Share via

Share