
রোভার প্যারেড প্রস্তুতি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবার ঢাকা জেলা রোভার এর ৩০০ ভলেন্টিয়ার কাজ করে থাকে। শুধু ভলেন্টিয়ার ই নয় তারা প্যারেড এও অংশগ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে প্যারেড এর চর্চা। ঢাকা জেলা রোভার এর ৯০ জন রোভার ও গার্ল ইন রোভার ০৫-০৩-২০২০ থেকে নিয়মিত চর্চা করে যাচ্ছে প্যারেড।তাদের লক্ষ্য একটাই যাতে সবার চেয়ে সুন্দর প্যারেড পর্দশন করতে পারে।