রংপুর জেলা রোভার লিডারকে ফুলেল শুভেচ্ছা
Profile picture for user Ahasnat_1
Bangladesh

রংপুর জেলা রোভার লিডারকে ফুলেল শুভেচ্ছা

৫ আগস্ট রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপ পরিদর্শন ও স্তর অতিক্রমের জন্য মূল্যায়ন করেন রংপুর জেলা রোভার লিডার জনাব মোঃ  হাবিবুর রহমান হাবিব।  উক্ত মূল্যায়ন শেষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহকারী লিডার ট্রেনার হওয়ায় রংপুর জেলা রোভার লিডার জনাব মোঃ হাবিবুর রহমান স্যারকে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা প্রদান।  শুভেচ্ছা প্রদান করেন রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের সভাপতি জনাব  মোঃ শাকিনুর আলম,রোভার স্কাউট লিডার জনাব মোঃ খালেদুল ইসলাম, সিনিয়র রোভার মেট মোঃ আবু হাসনাত ও রোভার সদস্য বৃন্দ।  এসময় উপস্থিত ছিলেন রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি এর একাডেমিক ইনচার্জ জনাব মোঃ মহিবুল হক,ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রধান জনাব মোঃ তহমিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। মূল্যায়নের মধ্য দিয়ে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের রোভারদের প্রথম বারের মত ২জন সেবা স্তরে পদার্পণ সম্পন্ন হলো।
Number of participants
10
Service hours
10
Location
Bangladesh
Topics
Personal safety
Partnerships
Communications and Scouting Profile
Growth
SDGS

Share via

Share