রমজান উপলক্ষে দরিদ্রদের জন্য উপহার।
স্কাউট শুধু সবার বন্ধু নয়, সাশ্রয়ীও বটে। তারা টাকা সঞ্চয় করে অন্যের সাহায্যের কাজে ব্যয় করার চেষ্টা করে। রমজান মাসে অনেক দরিদ্র আছে যারা রোজা রাখার পরেও ভালো ভাবে ইফতার করতে পারেনা। তাদেরকে ভালো ইফতার করানোর লক্ষ্যে স্কাউটরা প্রতি বছরই ইফতার বিতরণের মতো কর্মকাণ্ড করে থাকে।
প্রথমে আমি সুনির্দিষ্ট একটি পরিকল্পনা প্রণয়ন করি। এরপর স্থানীয় জনগণের সাথে সংযোগ স্থাপন করি, যারা রমজান মাসে সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন তা নির্ধারণ করতে সাহায্য করে। বাজেট আরও বাড়ানোর জন্য, আমি আমার স্কাউট বন্ধুদের সাহায্য চাই যারা ইফতার প্রস্তুত এবং বিতরণে সাহায্য করতে ইচ্ছুক। সবকিছু সুশৃঙ্খলভাবে রাখার পর, আমরা দরিদ্র ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করতে রওনা হই। আমরা কামালাপুর এলাকায় মোট ৩৭টি ইফতার সরবরাহ করি।
রমজান মাসে দরিদ্রদের মধ্যে ইফতার প্রদান করে স্কাউটের এই সহজ অথচ শক্তিশালী কাজটি শিখিয়েছে যে ছোট বাজেটেও একজন ব্যক্তির বড় উপকার করতে পারে।