Profile picture for user tahmidhashem
Bangladesh

রমজান মাসে, 'আহার' যেন সবাই পায়!!!

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে ঘনবসতি অনেক বেশি,প্রতি বর্গমাইলে প্রায় ৩০০০ জন।তাই এখানে খাদ্য উৎপাদনের হার জনসংখ্যার তুলনায় কম। উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করলেও ১০.৫ শতাংশ মানুষ এখনোও অতিদারিদ্র্য সীমার নিছে বসবাস করছে। তাই তাদের অন্তত একবেলা খাবার দিয়ে মুখে হাসি আনার চেষ্টা থেকেই এই প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেক্টর ৩,৪,৬,৮,৯ এর জনবহুল রাস্তার পাশের ভাসমান জনগোষ্ঠীকে রমজান মাসে ইফতার প্রদান করা হয়।এতে রাজউক উত্তরা মডেল কলেজ স্কাউট গ্রুপ এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবং এই মহৎ কাজে স্কাউট গ্রুপের নিজস্ব আর্থিক সহযোগিতার পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা মুক্ত হস্তে দান করেছেন।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সর্বমোট ৫২০ জনের মতো দরিদ্র মানুষকে ইফতার প্রদান করা হয়।আমরা আশাবাদী এই বিষয়ে যে, পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে খাবার বিতরণ করতে পারবো।
খাদ্য মানুষের মৌলিক অধিকার এর একটি। কিন্তু আমাদের চারপাশে এখনোও অনেক মানুষ আছেন যারা দুইবেলা খাবার খেতে পারেন না। আর রমজান মাসে অসাধু ব্যাবসায়ীদের জন্য সব কিছুর দাম আরো বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষরা ইফতারও ঠিক মতো খেতে পারে না। তাই তাদের জন্য কিছু করতে পারলে কেউ না খেয়ে অন্তত অসুস্থ হবে না।
Started Ended
Number of participants
47
Service hours
538
Beneficiaries
520
Location
Bangladesh
Topics
Healthy Planet
Humanitarian action
Youth Engagement
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share