Profile picture for user arafat hossen labib
Bangladesh

রক্তদানের মাধ্যামে একজন রোগীর সাহায্য

রক্তদান হচ্ছে একটি সেচ্ছাসেবী মূলক কাজ। যা একজন রোগীর অনেক উপকারে আসে। রক্তদানের মাধ্যমে রোগী এবং যিনি রক্তদাতা তার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠে। রোগীর পরিবার আর কিছু দিতে পারুক বা না পারুক অন্তত রক্তদাতার জন্য আল্লাহর কাছে মন ভরে দোয়া করেন। রক্তদান একটি সেচ্ছাসেবী কাজ। এতে করে মানুষ মানুষের বিপদে এগিয়ে যাওয়ার সময় কোনো কিছু মাথায় আনে না। একজন রক্তদাতা ৩ মাস পর পর রক্তদান করতে পারেন যা সর্বনিম্ন। এবং সর্বোচ্চ তিনি যখন অবসরে সময় পান।

গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ সেপ্টেম্বর ২০২৪ এ ১ জন সিজার অপারেশনের রোগীর জন্য ( ও পজিটিভ) রক্তের জরুরি প্রয়োজন হলে আমি ( ও পজিটিভ) রক্তদান করি। এতে মা এবং নবজাতক জন্ম নেওয়া শিশু ২ জনেরই উপকার হয়। এবং তার পরিবারের অনেক সাহায্য হয়

এই প্রজেক্ট থেকে আমি শিখেছি কীভাবে একজন রোগীকে জরুরি মুহুর্তে রক্তদান করতে হয়। কীভাবে অসহায়ের পাশে দাঁড়াতে হয় তাও শিখতে পেরেছি। কীভাবে মানবসেবায় নিজেকে উৎসর্গ করা যায় তাও শিখেছি। এটা একটা মহৎ কাজ।

Number of participants
1
Service hours
3
Beneficiaries
2
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Peacebuilding

Share via

Share