রক্তদান কর্মসূচী
"আমার রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন" এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি ৩ মাস পর পর মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে থাকি।
আমার রোভার স্কাউট ইউনিটের ইউনিট লিডার স্যারের ভাইয়ের বউয়ের সন্তান জন্ম দেওয়ার সময় জরুরি রক্তের প্রয়োজন হলে স্যার আমাকে কল দেন। স্যারের কল পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে রক্তদান করে আসি। রক্তদানের ফলে মা এবং বাচ্চা ২ জনেই সুস্থ আছেন।
মানুষের শরীরে প্রতি ৩ মাস পর পর রক্ত পরিসঞ্চালন হয়। সেজন্য আমার রক্তে যদি অন্য একজন সুস্থ হয় তাহলে রক্ত দিতে কোন ক্ষতি নেই।