রক্ত দান কর্মসূচি
চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার অধিনে দীর্ঘ ১৩বছর পর্যন্ত রক্তদান কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। যা অদ্যবিধি চলোমান। চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার আওতাধীন যে কোন ব্যাক্তি যখননি রক্তের প্রয়োজন হয়েছে ঠিক তখনি রক্তের গ্রুপ অনুযায়ী জেলার রোভার ও এডাল্ট লিডারদের সাথে যোগাযোগ করা হয় এবং মূনুর্ষ রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা হয়। এছাড়া চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলায় রোভার ও লিডার ব্যতিত আরো প্রায় ৬০০ হতে ৭০০ জন সাধারণ মানুষ এই কার্যক্রমের সাথে সংপৃক্ত রয়েছে। যারা যে কোন মূনুর্ষ রোগীর জন্য সেচ্ছায় রক্ত দান করে থাকেন।