রেলওয়ে স্টেশনে যাত্রী সেবায় স্কাউট।
ঈদ যাত্রী সেবা আমার জীবনে গভীর গুরুত্ব বহন করে কারণ এটি অনুকরণীয় সহায়তার প্রতীক। ঈদের সময়, অগণিত ব্যক্তি তাদের প্রিয়জনদের সাথে বাড়ির দিকে যাত্রা শুরু করে, প্রায়শই পথে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাদের বোঝা কমানোর জন্য, আমরা ঈদ ভ্রমণকারীদের স্বেচ্ছায় সহায়তা প্রদান করি, যারা রাস্তায় অসুবিধার মধ্য দিয়ে চলাচল করে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই।
ঢাকা রেলওয়ে স্টেশনের যে সকল প্রধান সমস্যা রয়েছে সে সকল সমস্যা মোকাবেলায় আমাদের স্কাউটসরা কাজ করেছে। উক্ত সেবার মাধ্যমে বিনা টিকিটধারী কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেনা ফলে ট্রেনে অযথা ভিড় কম হচ্ছে। সাধারণ যাত্রীরা ট্রেনের সঠিক তথ্য পাচ্ছে। নারী শিশু বৃদ্ধরা উপকৃত হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্নরা হুইলচেয়ার প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করতে পারছে। প্রয়োজনে প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করা যাচ্ছে। হারানো এবং প্রাপ্তিতে যাত্রীরা দ্রুত সমাধান পাচ্ছে।
প্রতিবছরই হাজারো কষ্ট উপেক্ষা করে মানুষজন তাদের স্বজনদের কাছে যায় ঈদ পালনের লক্ষ্যে। স্কাউটরা চেষ্টা করেছে এই কষ্টকে কিছুটা কমানোর। তারা দলবদ্ধ হয়ে যাত্রী সেবা প্রদানের জন্য কাজ করেছে। এখান থেকে তারা দলবদ্ধ ভাবে কাজ করা এবং দায়িত্ববান হওয়া শিখেছে, এছাড়াও বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলা এবং তাদের মানসিকতা বুঝে ব্যবস্থা গ্রহণ করা শিখেছে। সর্বোপরি, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পেরেছে।