
রেলওয়ে ঈদ যাত্রী সেবা ২০২৪
ঈদের সময় অনেক যানজট থাকে এবং যানবাহন টিকিট পাওয়া খুবই কঠিন। তাই অনেক সময় দেখা যায় উৎসবের দিনে অনেকে গ্রামের বাড়িতে অথবা আপনজন দের কাছে যেতে পারেনা। একটু শৃঙ্খলা বজায় থাকলে অনেকেই যেতে পারবে। এ ছাড়া যারা যায় তাদের যাত্রা অনেক কষ্ট হয় তাই তাদের যাত্রা আরামকেদারা হোক এটাই চাই।
ঈদের সময় রেলস্টেশনে ভিড় থাকে। ঈদের আগে সবাই নিজ নিজ গ্রামে গিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করে, ফলে রেলস্টেশন ও বাস স্টেশনগুলোতে খুব ভিড় থাকে এবং টিকিট পাওয়া খুবই কঠিন। জনাকীর্ণ জায়গায় শৃঙ্খলা বজায় রাখা এত সহজ নয়। আর যাত্রীদের অনেক কষ্ট হয় তাই আমরা টিকিট ও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি এছাড়া ট্রেন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে থাকি যাতে যাত্রী তার পরিবারের কাছে নির্বিঘ্নে যাত্রা করতে পারে। এর জন্য আমরা এক সপ্তাহ রেলওয়ে স্টশনে সেবা প্রদান করে থাকি।
আমাদের এই যাত্রীসেবার কারণে অনেক শৃঙ্খলা বজায় থাকে এবং বহু মানুষ উপকৃত হয়। আর এক অন্যরকম আনন্দ কাজ করে নিজেদের মধ্যে। আমাদের সকলের উচিত সড়কে, রেলপথে ইত্যাদি জায়গায় শৃঙ্খলা বজায় রাখা এবং এর সাথে সম্পর্কিত সবকিছুতে আইনশৃঙ্খলা মেনে চলা।