PTTCB নেতৃত্ব পর্যায়ের কার্যক্রম

PTTCB নেতৃত্ব পর্যায়ের কার্যক্রম

~নেতৃত্ব পর্যায়~ সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রম: প্লাস্টিকের পুনঃব্যবহারে উৎসাহ প্রদান। প্ল্যাকার্ড,পোস্টের মাধ্যমে সচেতন করা। গ্রুপ কার্যক্রম ( প্লাস্টিকের জরিপ এবং বর্জ্য অনুমান) **বগুড়া শহরের উপশহর এলাকায় পথচারীদের মাঝে,যানবাহন চালকদের মাঝে,বাজারের দোকানিদের মঝে পোস্টার বিতরণ করা হয় পাশাপাশি বিভিন্ন জনসমাগম জায়গায় দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়।সবমিলিয়ে ১০০পোস্টার বিতরণ করি** আমাদের স্লোগান: _______________ ★*প্লাস্টিক বর্জন করি দূষণ মুক্ত সমাজ গড়ি*★ নামঃ শাঞ্জিতা মানতাশা মিম ইউনিটঃ কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ, বগুড়া। বিএস আইডি: AT3622 জেলাঃ বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার। ই-মেইলঃ mimsangita0@gamil.com #PTTCBadgeBDScout
Started Ended
Number of participants
6
Service hours
600

Share via

Share