Profile picture for user abida tasnim moon
Bangladesh

Project Wheels Of Peace : নদী পরিচ্ছন্নতা কর্মসূচী

আমরা চাঁদপুর জেলার মেঘনা নদী তীরবর্তী এলাকায় আমরা প্রজেক্ট হুইলস অব পিস থেকে পরিচ্ছন্নতা কর্মসূচীর আয়োজন করি। আমরা যখন নদীর পাড়ে ঘুরার জন্য যাই সেখানে প্রচুর পরিমানে প্লাস্টিক বর্জ্য দেখতে পাই, যা নদীর তীরের মানুষের জন্য কষ্টদায়ক ছিলো । যার জন্য আমরা বিষয়টা নিয়ে চিন্তা করি এবং পরবর্তীতে সেই এলাকায় এই পরিচ্ছন্নতার কাজ করি৷
এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে এবং নদীতীরবর্তী মানুষের এই প্লাস্টিক বর্জ্য এর মাধ্যমে সমস্যা সম্পর্কে ভালোভাবে জানতে পারি । নদীতীরবর্তী মানুষদেকে এই প্লাস্টিকের পুনরায় ব্যবহার এবং রিসাইকেল সম্পর্কে জানাতে পারি
আমাদের প্রজেক্ট হুইলস অব পিস এর পরিচ্ছন্নতা কর্মসূচীর মাধ্যমে নদী তীরবর্তী এলাকার অন্তত ৮০০ মানুষের উপকার হয়।একই সাথে আমরা তাদের এই প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে ধারনা দেয়া হয় । তারাও এই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়
এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে এবং নদীতীরবর্তী মানুষের এই প্লাস্টিক বর্জ্য এর মাধ্যমে সমস্যা সম্পর্কে ভালোভাবে জানতে পারি । নদীতীরবর্তী মানুষদেকে এই প্লাস্টিকের পুনরায় ব্যবহার এবং রিসাইকেল সম্পর্কে জানাতে পারি
Number of participants
1
Service hours
6
Beneficiaries
800
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Peacebuilding
Healthy Planet

Share via

Share