
Plastic tide turner challange
Plastic Tide Turners Challenge Badge, Bangladesh Scouts
#পর্যায় ~
প্রারম্ভিক পর্যায়ে কার্যক্রমঃ
#ধাপ ~
সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রমঃ- চট্টগ্রাম জেলা নৌ রোভারের রোভার স্কাউটরা ২০টি পরিবারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করেছে এবং পাশাপাশি প্লাস্টিকের পুনঃব্যবহারের আইডিয়া শেয়ার করেছে।
➡️"প্লাস্টিকের ব্যবহার কম করি, সুন্দর পৃথিবী গড়ি ও একবার ব্যবহারে যোগ্য প্লাস্টিক বর্জন করি।"
➡️"একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জন করি, প্লাস্টিক পুনঃব্যবহারে সচেতন হই। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে। তাই আসুন, প্লাস্টিককে 'না' বলি, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে সহায়তা করি"।
➡️"পলিথিন ব্যাগ ব্যবহার না করে পাট জাত ব্যাগ ব্যবহার করি"।
অংশগ্রহণকারী:
সাবিকুন নাহার
রোভার মেট
প্রশিক্ষণ স্তর
BS ID- AD1818
চট্টগ্রাম জেলা গার্লস ইন নৌ রোভার মুক্ত দল।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা নৌ ।
sabikunsumi02@gmail.com
#PTTCB
#PTTCBadgeBDScouts
#World_Organization_of_the_Scout_Movemnt_WOSM
#BangladeshScouts