Profile picture for user mehedi2012
Bangladesh

Plastic Reuse Initiative For Sustainable Future.

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে সচেতন সিটিজেন হিসেবে বর্তমান সময়ে প্লাস্টিকের পুনঃব্যবহার একটি বড় প্রয়োজনীয় বিষয় মনে করি। তাই এই উদ্যোগের মাধ্যমে আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করি। বাংলাদেশ স্কাউটস act for peaceful world প্রোগ্রামের আওতায় আমাদের কার্যক্রম সম্পন করি।

আমরা চাঁদপুর জেলার ৩০ জন স্কাউট এবং ৪ ঘণ্টাব্যাপী চাঁদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্লাস্টিকের পুনঃব্যবহার নিয়ে একটি ছোট প্রকল্প সম্পন্ন করি। ব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে ছোট ছোট টব তৈরি করে সেখানে গাছ লাগানো হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা শেখে কীভাবে অপ্রয়োজনীয় বর্জ্যকে উপকারী কিছুতে রূপান্তর করা যায়

এই প্রজেক্ট থেকে আমরা শিখেছি প্লাস্টিকের পুনর্ব্যবহার শুধু পরিবেশ রক্ষা নয় বরং সৃজনশীলতা প্রকাশের অন্যতম মাধ্যম। ব্যাবহৃত ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের সমাজকে একটি টেকসই সমাজে পরিণত করা সম্ভব।

Number of participants
1
Service hours
4
Beneficiaries
35
Location
Bangladesh
Topics
Healthy Planet
Youth Programme
Nature and Biodiversity
SDGS

Share via

Share