
ফুট ওভারব্রীজ ও আন্ডারপাস পরুষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্যাবহারে উদবুদ্ধকরণ কার্যক্রম
ঢাকার নাগরিকদের মাঝে ফুট ওভারব্রীজ ও আন্ডারপাস পরুষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্যাবহারে সচেতনতা তৈরি করার জন্যে সমগ্র ঢাকা শহ্র জুরে একযোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।এতে বাংলাদেশ স্কাউটস এর রোভার স্কাউটসরা অংশগ্রহ্ন করে।