
ফ্রি পানি বিতরণ স্টেশন
শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পুষ্টি কর্তৃক ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের জন্য ফ্রিতে পানি বিতরণ স্টেশন বসানো হয়েছিল। কেউ যেন তৃষ্ণায় না ভোগে সেজন্যই উত্তরটি নেওয়া।
শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পুষ্টি কর্তৃক ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের জন্য আনুমানিক ১০টি ফ্রিতে পানি বিতরণ স্টেশন বসানো হয়েছিল।
প্রতিটি স্টেশন থেকে প্রতিদিন গড়ে ১০০০ জনেরও বেশি দর্শক ফ্রিতে পানি পান করেন।
পানি পান করতে গিয়ে যেন কোন দূষণ না তৈরি হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রতিদিন গড়ে ৯০ মিনিট করে একজন স্কাউট কে স্টেশন গুলোতে সময় দিতে হত।
একজন স্কাউট হিসেবে আমরা সেবা দিতে পেরে ধন্য।
মানুষের তৃষ্ণা মেটাতে পারার মত মহৎ কাজের দায়িত্ব আমাদের নিকট ছিল। আমারা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা আমাদের দায়িত্ব পালনে।