Profile picture for user sadnan_gosg
Bangladesh

ফিরতি হজ ফ্লাইট ২০২৩'এ রোভার স্কাউটদের সেবা

হজ সংক্রান্ত কোনও কার্যক্রমে অংশগ্রহণ করা সবার জন্য একটি গর্বের সুযোগ। ২রা জুলাই ২০২৩ সালে হাজীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছায়। এই সকলের হাজীদের সেবা প্রদান করে বাংলাদেশ স্কাউটস এর রোভার স্কাউট বৃন্দরা। স্কাউটিং যুবক-যুবতীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সকল হজ যাত্রীদের আন্তরিকভাবে সেবা প্রদান করেছে রোভার স্কাউটরা।
সকল রোভাররা দৃঢ় নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে। "রোভারদের মূল মোটো সেবা" এটি মাথায় রেখে সকল রোভাররা হাজীদের সেবায় নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়েছে। বাংলাদেশের হজ ক্যাম্প একটি বৃহত্তম ঘটনা। প্রতিবছর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হজে অংশ গ্রহনের জন্য বিভিন্ন দেশ থেকে যাত্রা করেন। এই হাজীদের সেবা করা একটি স্বতন্ত্র গর্বের বিষয়। সকল হজ যাত্রীদের আন্তরিকভাবে সেবা প্রদান করেছে রোভার স্কাউটরা।
ফিরতি হজ ফ্লাইটে রোভার স্কাউটরা কাজ করে শিখেছে সময়ানুবর্তিতা, সতর্কতার সাথে কাজের সম্পন্ন করা, অন্যকে সাহায্য করা, নিজের দায়িত্ব পালন করা ইত্যাদি। তারা সতর্কতা ও স্নেহের সাথে হাজীদের সেবা প্রদান করেছে। তারা হাজীদের সর্বদা সাহায্যের জন্য সচেষ্ট থেকেছে। তারা শিখেছে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া।
Started Ended
Number of participants
1
Service hours
48
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Humanitarian action
Inner peace and spirituality

Share via

Share