
ফি সাবিলিল্লাহ ইনফিনিটি ফ্লো
অসহায়, দুস্থ, সুবিধাবঞ্ছিত শিশু
রাজশাহীতে সানাবিল ফাউন্ডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের যৌথ উদ্যোগে [প্রজেক্ট : ফি সাবিলিল্লাহ ইনফিনিটি ফ্লো] এর আওতাধীন ২টি মসজিদ, ১ টি মাদ্রাসা ও ১ টি রেসিডেন্স সহ মোট ৪ টি সাম্বমারসিবল পাম্প ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১ ঘটিকায় হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গন উদ্বোধনী কেন্দ্র থেকে একযোগে চারটি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়, ও দোয়া অনুষ্ঠান সময় উপস্থিত ছিলেন থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Quality is very Important.