ফেনী জেলায় ভয়াবহ বন্যা: ত্রাণ সহায়তায়
সম্প্রতি ফেনী জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় সেখানে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, এবং বহু মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছিল না। বন্যার পানিতে আটকে থাকা মানুষগুলোর দুর্দশা দেখে একজন স্কাউট হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে আমার দল সহ চেষ্টা করেছি তাঁদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার। আমাদের লক্ষ্য ছিল দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে এই কঠিন সময়ে তাঁদের সামান্য হলেও সহায়তা করা, যেন তাঁরা টিকে থাকতে পারেন।
আমার দলের রোভার ও গার্ল-ইন-রোভাররা একসঙ্গে এই কাজ সম্পন্ন করেছি। রোভাররা ফান্ড থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে আনে। এরপর আমরা সবাই বাংলাদেশ স্কাউটস হেডকোয়ার্টারে বসে খাবার প্যাকেজিং করি এবং বন্যায় পানিতে ডুবে থাকা মানুষদের জন্য খাবার প্রস্তুত করি। এই কাজের মাধ্যমে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যেন তাঁরা এই দুর্যোগের সময় একটু স্বস্তি পেতে পারেন।
এই প্রকল্প থেকে আমি শিখেছি যে সেবার প্রকৃত অর্থ হলো মানুষদের পাশে থাকা, বিশেষ করে যখন তাঁরা সবচেয়ে বেশি অসহায়। যারা পানির নিচে ডুবে থেকে জীবনের সঙ্গে লড়াই করছে, তাদের পাশে দাঁড়িয়ে সামান্য শুকনো খাবার দেওয়া—এটাই তাদের বেঁচে থাকার আশা যোগাতে সহায়ক। এই কাজের মাধ্যমে তাঁদের মুখে একটু স্বস্তি ও আশার আলো দেখতে পেয়েই আমি আমার সেবা সফল মনে করি।