Peace Day Celebration Organised by Bangladesh Scouts Sylhet Region

Peace Day Celebration Organised by Bangladesh Scouts Sylhet Region

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সিলেট অঞ্চলের সহযোগিতায় সিলেট অঞ্চলের আঞ্চলিক স্কাউটস ভবনে আয়োজন করা হয় International Day Of Peace 2019 উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক কমিশনার, সিলেট অঞ্চল জেলা সম্পাদক সিলেট মেট্রোপলিটন স্কাউটস, বিভিন্ন জেলা স্কাউটস ও অঞ্চলিক পরিচালক বাংলাদেশ স্কাউটস মহোদয়ের উপস্থিতিতে International Day of Peace উৎযাপন করা হয় প্রথমে র‍্যালির মাধ্যমে সিলেট মহানগর প্রদক্ষিন করে আঞ্চলিক কমিশনার মহোদয়ের নেতৃত্ব আঞ্চলিক স্কাউটস ভবনের সামনে থেকে সিলেট মোড় শহীদ মিনার ঘুরে আবার আঞ্চলিক স্কাউটস ভবনের সামনে শেষ হয়। তারপর বৃক্ষ রোপণ করা হয় কোমল মতি স্কাউটসদের নিয়ে এবং পরবর্তীতে International Day of Peace সম্পর্কে আলোচনা করা হয় Climate Action সম্পর্কে বলা হয় এবং scout.org সম্পর্কে অবগত করে তাদের আইডি খোলা এবং প্রজেক্ট সাব মিশন প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয়। এতে প্রায় ৭৫ জন স্কাউট স্কাউটার অংশগ্রহণ করেন।
Started Ended
Number of participants
75
Service hours
600
Topics
Youth Programme
Partnerships
SDGS

Share via

Share