Profile picture for user anindaneogi
Bangladesh

পুষ্টির পথচলা: স্যালাইন বিতরণে জনসচেতনতা

দেশের অনেক মানুষ, বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা ডায়রিয়া, জ্বর কিংবা দুর্বলতায় ভোগেন কিন্তু সঠিক পুষ্টিকর স্যালাইন পায় না। এই প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে চেয়েছি।আমাদের লক্ষ্য ছিল সহজলভ্য ও কার্যকর একটি সমাধান পৌঁছে দেওয়া।
আমরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘরোয়া উপায়ে পুষ্টি স্যালাইন তৈরি করি এবং তা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের মাঝে বিতরণ করি। বিভিন্ন এলাকায় ঘুরে স্যালাইনের সঠিক ব্যবহার শেখানো হয় ,লিফলেট এবং মুখে-মুখে প্রচারের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চেষ্টা করি। সম্পূর্ণ কার্যক্রমটি আমরা সংগঠিতভাবে, ধাপে ধাপে এবং যত্নের সাথে বাস্তবায়ন করি।
এই প্রকল্পের মাধ্যমে আমরা বুঝেছি, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসকের কাজ নয়-সচেতনতাও বড় ভূমিকা রাখে। খুব সাধারণ উপায়ে, কম খরচে অনেক মানুষের উপকার করা সম্ভব। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলে যেকোনো পরিস্থিতিতেই কাজ চালিয়ে যাওয়া যায়। নেতৃত্ব, যোগাযোগ ও দলবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতাও অর্জিত হয়েছে।এছাড়া, আমরা দেখেছি কিভাবে ছোট একটি উদ্যোগও মানুষের মধ্যে আস্থা ও সচেতনতা গড়ে তুলতে পারে। ভবিষ্যতে আরও সংগঠিত ও টেকসইভাবে এমন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়েছি।
Started Ended
Number of participants
8
Service hours
20
Beneficiaries
270
Location
Bangladesh
Topics
Better Choice
Health lifestyles
Humanitarian action

Share via

Share